রথ নেই। কোভিড ১৯-এর থাবায় জগন্নাথদেবের সাধের রথযাত্রাতেও কোপ পড়েছে। আবার রথের ব্যবস্থা করা গেলেও তা টানবে কে? কারণ রথের রশি টানতে তো লোক লাগবে। এবার ভক্তকূল যদি এসে রথ টানতে থাকেন, তাহলে তো সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর দফারফা। করোনাভাইরাসের সংক্রমণের ভয় আরও বেড়ে যাবে। তাই, বেশি ঝুঁকি নেওয়া নেই। এসি গাড়িতেই চাপানো হল জগন্নাথদেবকে। সেইসঙ্গে গাড়িতে একে উঠলেন সুভদ্রা ও বলরাম। মোটরচালিত যানে জগন্নাথদেব, সুভদ্রা ও বলরাম উঠেছেন বটে, তাবলে এসি গাড়িতে চড়ে মাসির বাড়ি! এমনটা কস্মিনকালেও ঘটেনি। ঘোর কলির এই যুগে এসি গাড়ির হাওয়া কিছুটা হলেও হয়তো স্বস্তি দিয়েছে জগন্নাথদেব এবং তাঁর বোন ও দাদা-কে। আসলে সল্টলেকের ভাগবত সমাজ রথের পরিবর্তে এসি গাড়ি-কেই যথোপযুক্ত বলে মনে করেছেন। পরিকল্পনা মোতাবেক মঙ্গলবার সকালে এসি গাড়িতেই জগন্নাথদেবদের তুলে নিয়ে ভাগবত সমাজের সদস্যরা রওনা হন মাসির বাড়ির উদ্দেশে। তার আগে সল্টলেকের রাস্তায় জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরাম-কে চক্কর। লকডাউনে কারোরই তো সেভাবে বের হওয়া হয়নি। তারপর জগন্নাথদেবরা সেভাবে ভক্তদের মুখও দেখতে পাননি। এই সুযোগে একটু লোকজনও দেখে নেওয়া গেল। সল্টলেক ভাগবত সমাজের সাধারণ সম্পাদক কুমারশঙ্কর সাধু জানিয়েছেন, করোনাভাইরাসের জন্য এবার আর রথযাত্রা হল না। তাই এসি গাড়িতে চাপিয়েই জগন্নাথদেবকে মাসির বাড়ি আনা হয়েছে। আবার উল্টোরথের দিন এভাবেই জগন্নাথ, সুভদ্রা ও বলরাম নিজ গৃহে প্রত্যাবর্তন করবেন।
Oct 09 2024, 10:47 AM IST
Oct 03 2024, 12:10 PM IST
Oct 02 2024, 06:28 PM IST
Oct 01 2024, 12:13 AM IST
Sep 30 2024, 10:26 AM IST
Sep 29 2024, 12:20 PM IST
Sep 28 2024, 11:52 AM IST
Sep 25 2024, 10:35 AM IST
Oct 18 2023, 03:29 PM IST
Oct 15 2023, 05:24 PM IST
Jun 26 2023, 04:53 PM IST
Jun 22 2023, 11:13 PM IST
Jun 15 2023, 11:51 AM IST
Aug 01 2024, 10:39 AM IST
Jul 31 2024, 10:43 AM IST
Jul 30 2024, 10:34 AM IST
Jul 22 2024, 10:19 AM IST