বৃষ্টিভেজা তিলোত্তমায় লকডাউন, পুলিশের টহলদারিতে শুনশান শহরের রাস্তা


 বুধবার  বৃষ্টি ভেজা শহর জুড়ে চলছে লকডাউন। এদিকে, তারই মাঝে লকডাউনে আরও কড়া কলকাতা পুলিশ। বৃষ্টির মধ্যেই রাস্তার মোড়ে চেকিং চলছে।  অকারণে বাইরে বেরোলেই শাস্তি দিচ্ছে কলকাতা পুলিশ। তাই কলকাতার সব রাস্তাই পুরো শুনশান। 

 

 বুধবার  বৃষ্টি ভেজা শহর জুড়ে চলছে লকডাউন।  উত্তর বঙ্গোপসাগর উপরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সংলগ্ন উপকূলের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে।  যার জেরে মঙ্গলবার থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। শহরে টানা বৃষ্টিতে পারদ নেমেছে অনেকটাই। বুধবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও আর্দ্রতা চরমেই রয়েছে। এদিকে, তারই মাঝে লকডাউনে আরও কড়া কলকাতা পুলিশ।


বুধবার সকাল থেকেই  আবারও দেখা গেল কলকাতা পুলিশের তৎপরতা। বৃষ্টির মধ্যেই রাস্তার মোড়ে চেকিং চলছে। ঘুরে বেড়াচ্ছে 'পাইলাট কার'। অকারণে বাইরে বেরোলেই শাস্তি দিচ্ছে কলকাতা পুলিশ। তাই উত্তর ও দক্ষিণ কলকাতার সব রাস্তাই পুরো শুনশান। বিনা কারণে জমায়েতের জেরে আটক বেশ কয়েকজন। পাশাপাশি বেশ কয়েকটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। অপরদিকে, শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় সকাল থেকেই নজরদারি চালায়। অনেক জায়গায় দোকান খোলা ছিল সেই সমস্ত দোকান বন্ধ করে দেয়। পাশাপাশি কিছু যায়গায় দেখা গেছে ফাঁকা মাঠে যুবকের দল ক্রিকেট খেলা করছে।  বিভিন্ন জায়গায় যারা অকারণে রাস্তায় বেরিয়েছে, জমায়াত করেছে,  বার বার বললেও  অমান্য করায় বাধ্য হয়ে  লাঠিচার্জ করেছে পুলিশ।
 

06:36বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা03:47'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি04:57ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুদের, দেখুন ভিডিও05:21'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji05:21Suvendu Adhikari : 'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর খোঁচা দিলেন শুভেন্দু10:14তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee05:33সজল ঘোষের বিস্ফোরণ! 'হাসিনার মতো মমতাকেও রাজ্য থেকে তাড়াতে হবে!' | Sajal Ghosh | BJP | TMC08:23'মমতা একজন যোগ্য শাসক এতবড় ঘটনা চাপা দিয়ে নিজের দলের লোকদের বাঁচিয়ে নিলেন', মন্তব্য দিলীপের05:32'তদন্তটাই ঠিকঠাক হল না', আর জি কর কাণ্ডের রায়দানে আক্ষেপ অধীর রঞ্জন চৌধুরী08:30'আপনি কিছুই জানেন না, কেন মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি?' চরম প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul