প্রবল গরমে নাজেহাল অবস্থা গোটা বাংলার। পড়ুয়াদের কথা ভেবে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ২ মে থেকে গরমের ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
প্রবল গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় সকলের। হাঁসফাঁসানি গরমে দেখা নেই বৃষ্টিরও। অন্যদিকে এই গরমেও স্কুলে ছুটতে হচ্ছে পড়ুয়াদের। আর এই প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। প্রবল গরমে স্কুলে গিয়েও অসুস্থ হয়ে পড়ছে বহু পড়ুয়া। আর এই সমস্ত পড়ুয়াদের কথা মাথায় রেখেই গরমের ছুটি এগিয়ে আনার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই বৈঠকের মাঝেই তিনি জানান ২ মে থেকে গরমের ছুটি শুরু করার কথা। প্রবল গরমে নাজেহাল অবস্থা গোটা বাংলার। পড়ুয়াদের কথা ভেবে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ২ মে থেকে গরমের ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্কুলের পাশাপাশি কলেজেও গরমের ছুটির ঘোষণা মমতা-র। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা, বললেন মমতা। বেসরকারি স্কুলেও একই কথা জানাতে হবে, বললেন মমতা। ১৫ থেকে ২০ জুনের মধ্যে স্কুল খোলার দিন নির্ধারণ করার নির্দেশ। কবে স্কুল খুলবে সচিবকে দিন নির্ধারণের নির্দেশ মুখ্য়মন্ত্রী-র।