রাজ্যের পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য দিলীপ ঘোষ-এর। করোনা সতর্কতা নিয়ে নানান মন্তব্য করেন তিনি। ভয়ের পরিবেশ, অন্য রাজ্য সব উৎসব অনুষ্ঠান বাতিল করেছে। আমাদের রাজ্য ঢিলেঢালা, বলেন দিলীপ।
রাজ্যের পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য দিলীপ ঘোষ-এর। করোনা সতর্কতা নিয়ে নানান মন্তব্য করেন তিনি। 'ভয়ের পরিবেশ, অন্য রাজ্য সব উৎসব অনুষ্ঠান বাতিল করেছে, আমাদের রাজ্য ঢিলেঢালা', বলেন দিলীপ। তিনি আরও বলেন, অন্য রাজ্যে করোনা বলে ভোট বাতিলের চেষ্টা চলছে। তবে এবিষয় নিয়ে রাজনীতিকরা সিদ্ধান্ত নেবেন না, বিশেষজ্ঞরা নেবেন বলতেও শোনা যায় তাঁকে। কুম্ভমেলা নিয়ে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম মেলা কুম্ভমেলা সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, রাজ্য বিধিনিষেধ আরোপ করলেও কেউ মানে না। তিনি বলেন, রাজ্যের উচিত সার্বিক বিষয় বুঝে সিদ্ধান্ত নেওয়া। পুরভোট প্রসঙ্গে তিনি বলেন, 'সব পুরসভার প্রার্থী তালিকা তৈরি। শিলিগুড়িতে সমস্যা কম, তাই তালিকা প্রকাশ হয়েছে বাকিগুলোতেও শীঘ্রই হবে।' তিনি এও বলেন যে, তারকা প্রচারের ব্যাপারেও দল ভাবছে, চারটি পৌরসভাই খুব গুরুত্বপূর্ণ। জেতার জন্যই ভোটে লড়াই, তাই দল তারকা বা হেভিওয়েট প্রচারের ব্যাপারে অবশ্যই ভাববে।'