সোমবার ভোর রাতে আগুন লেগে যায় নারকেলডাঙ্গা ক্যানেল স্ট্রীট বস্তিতে। তারপরেই ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে সেখানে। ভয়াবহ অগুনে ভস্মীভূত হয়ে যায় ৩০ থেকে ৪০ টি ঝুপড়ি। প্রথমে দমকলের ২টি ইঞ্জিন ও পরে আরও ৮টি ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আচমকাই আগুন লাগায় বড়সড় ক্ষতি হয়ে গিয়েছে সেখানকার মানুষদের। পুড়ে ছাই হয়ে গিয়েছে আধার কার্ড, ভোটার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এমনকি সরকারি সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি। ঠিক কিভাবে আগুন লেগেছে তা এখনও বোঝা যাচ্ছে না। শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করছেন দমকলকর্মীরা।