উত্তরপ্রদেশ গণধর্ষণ কান্ডে প্রয়াত হয়েছেন মহিলা। আর তাই নিয়েই সর্বত্র চলছে বিক্ষোভ। আর সেই উত্তরপ্রদেশের ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। রাস্তাতেই আটকানো হয় তাঁদের। শুধু তাই নয় তাদের বাঁধা দেওয়ার পাশাপাশি এরেস্ট করে উত্তর প্রদেশ পুলিশ। আর তারই প্রতবাদে কলকাতায় রাস্তা রাস্তা অবরোধ করলেন কংগ্রেস সমর্থকরা। বেহালার 14 নম্বর ওয়ার্ডে কংগ্রেস সমর্থক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করে। আর তার পাশাপাশি যোগী আদিত্যনাথের কুশপুতুলও দাহ করে তারা।