গত দু'মাস ধরে লড়াইয়ের পর অবশেষে স্বস্তি। নিজের বাড়ি ফিরছে ছোট্ট 'জুঁই'। প্রি ম্যাচিওর শিশুটির জন্মের পর পরিবারের লোকেদের কপালে খেলে গিয়েছিল চিন্তার ভাঁজ। শিশুটির ওজন ছিল মাত্র ৪৯০ গ্রাম। এত কম ওজনের অপুষ্ট শিশুকে কীভাবে বাঁচান যাবে তা নিয়ে ধন্দে ছিলেন পরিজনরা। কিন্তু চিকিৎসকদের অধ্যাবসায়ে অবশেষে সম্ভব হয়েছে অসম্ভব। মাত্র ২৪ সপ্তাহে ভূমিষ্ঠ হওয়া শিশুটি ক্রমে এগোচ্ছে সুস্থ হওয়ার দিকে। দু'মাসের কঠিন লড়াই জিতে অবশেষে মায়ের কোলে করে বাড়ি যাচ্ছে ছোট্ট শিশুটি। ওর আগামী জীবন সুস্থ ও ভাল কাটুক সেই প্রার্থনাই করে এশিয়ানেট নিউজ বাংলা।
গত দু'মাস ধরে লড়াইয়ের পর অবশেষে স্বস্তি। নিজের বাড়ি ফিরছে ছোট্ট 'জুঁই'। প্রি ম্যাচিওর শিশুটির জন্মের পর পরিবারের লোকেদের কপালে খেলে গিয়েছিল চিন্তার ভাঁজ। শিশুটির ওজন ছিল মাত্র ৪৯০ গ্রাম। এত কম ওজনের অপুষ্ট শিশুকে কীভাবে বাঁচান যাবে তা নিয়ে ধন্দে ছিলেন পরিজনরা। কিন্তু চিকিৎসকদের অধ্যাবসায়ে অবশেষে সম্ভব হয়েছে অসম্ভব। মাত্র ২৪ সপ্তাহে ভূমিষ্ঠ হওয়া শিশুটি ক্রমে এগোচ্ছে সুস্থ হওয়ার দিকে। দু'মাসের কঠিন লড়াই জিতে অবশেষে মায়ের কোলে করে বাড়ি যাচ্ছে ছোট্ট শিশুটি। ওর আগামী জীবন সুস্থ ও ভাল কাটুক সেই প্রার্থনাই করে এশিয়ানেট নিউজ বাংলা।