হাসখালির ঘটনা নিয়ে প্রশ্ন মমতা-র। হাসখালির ঘটনা নিয়ে নানান মন্তব্যও করতে শোনা গেল তাঁকে। ছেলেটির সঙ্গে মেয়েটিরা লভ অ্যাফেয়ার ছিল, বললেন মমতা।
হাসখালির ঘটনা নিয়ে প্রশ্ন মমতা-র। হাসখালির ঘটনা নিয়ে নানান মন্তব্যও করতে শোনা গেল তাঁকে। ছেলেটির সঙ্গে মেয়েটিরা লভ অ্যাফেয়ার ছিল, বললেন মমতা। '৫ তারিখেই অভিযোগ দায়ের করলেন না কেন', প্রশ্ন মমতা-র। 'মৃতদেহ পুড়িয়ে দিলেন, প্রমাণ পাবে কোথা থেকে'। 'লভ অ্যাফেয়ার বাড়ির লোক তা জানত'। 'কেউ প্রেম করলে তা আটকানো আমার পক্ষে সম্ভব না'। 'এটা ইউ পি না যে লভ জিহাদ নিয়ে অনুষ্ঠান করব'। 'কেউ অন্যায় করলে তার শাস্তি পাবে', বললেন মমতা।