পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল। মঙ্গলবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামে তৃণমূলের ছাত্র-যুবরা। এই প্রতিবাদে সামিল হন তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। হাজরা মোড় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল।
ক্রমশ বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য। যা নিয়ে চিন্তায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনে। প্রতিদিন চলছে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল। মঙ্গলবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামে তৃণমূলের ছাত্র-যুবরা। এই প্রতিবাদে সামিল হন তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। হাজরা মোড় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। প্রতিবাদে নেমে বিজেপিকে ভৎসনা করেন সায়নী। সায়নী বলেন, 'ভারতীয় জনতা পার্টি জঘন্যতম দল'। 'এই মোদী সরকারকে দিল্লি থেকে উৎখাত করে ফেলা হবে'। সাধারণ মানুষ মোদীকে উৎখাত করবেন, বলেন সায়নী।