একাধিক বিষয় নিয়ে মন্তব্য দিলীপ ঘোষ-এর। পুরভোট নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ। 'সরকার চাইছে বিরোধীশূণ্য রাজনীতি', বললেন দিলীপ ঘোষ। বিরোধীদের হত্যা করার অভিযোগও তুললেন দিলীপ। কোনও মানুষ সুবিচার পাচ্ছেন না, দাবি দিলীপের। মোদীর হাত ধরে দেশের শক্তি বেড়েছে, বললেন দিলীপ।
রাজ্যে প্রায় ১১ হাজার বুথে হিংসা ও ভোটলুটের অভিযোগ বিরোধীদের। সেখানে ২ টি বুথে পুনর্নির্বাচন, এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমার মনে হয় রাজ্যপাল বলেছেন, তাই তাঁর সম্মান রক্ষার্থে দুটি বুথে পুননির্বাচনের করা হচ্ছে। ইচ্ছা ছিল না, কারণ, সরকারি অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে। সরকার চাইছে বিরোধীশূন্য রাজনীতি। সমস্ত প্রার্থীকে সরিয়ে কেবলমাত্র টিএমসি থাকবে, এমনটাই শাসকদল চাইছে। একাধিক বিষয় নিয়ে মন্তব্য দিলীপ ঘোষ-এর। পুরভোট নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ। 'সরকার চাইছে বিরোধীশূণ্য রাজনীতি', বললেন দিলীপ ঘোষ। বিরোধীদের হত্যা করার অভিযোগও তুললেন দিলীপ। কোনও মানুষ সুবিচার পাচ্ছেন না, দাবি দিলীপের। মোদীর হাত ধরে দেশের শক্তি বেড়েছে, বললেন দিলীপ। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফর যাচ্ছেন দিলীপ ঘোষ। এই নিয়ে তিনি বলেন, প্রথমে ইতালি, তারপর ওখান থেকে জামাইকা, ভিনসেন্ট আইল্যান্ড, সার্বিয়া যাচ্ছি। সৌজন্যমূলক সম্পর্কের জন্য যাওয়া, রাষ্ট্রপতির সাথে বিদেশ সফরে। আগেও গিয়েছিলাম আফ্রিকাতে রাষ্ট্রপতির সঙ্গে, বললেন তিনি।