বিধানসভা অধিবেশনের সমাপ্তি ঘোষণা রাজ্যপালের। শনিবার নিজের টুইটার হ্যান্ডলে জানান তিনি। রাজ্যপাল প্রসঙ্গেই এবার মুখ খুললেন ফিরহাদ। বদমাইশি করে আমরা শাসনে আসিনি, বললেন ফিরহাদ।
বিধানসভা অধিবেশনের সমাপ্তি ঘোষণা রাজ্যপালের। শনিবার নিজের টুইটার হ্যান্ডলে জানান তিনি। এই নিয়েই উত্তাল বঙ্গ রাজনীতি। তাঁর এই টুইট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। রাজ্যপাল প্রসঙ্গেই এবার মুখ খুললেন ফিরহাদ। বদমাইশি করে আমরা শাসনে আসিনি, বললেন ফিরহাদ। রাজ্যপাল এবং তৃণমূলের দ্বন্দ এবং দূরত্ব বেড়েই চলেছে। আরও এক বড় কথা ঘোষণা রাজ্যপালের। শনিবার টুইট করে বিধানসভা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন রাজ্যপাল। সংবিধানের ১৭৪ ধারা অনুযায়ী তাঁর এই ক্ষমতা প্রয়োগের অধিকার রয়েছে, এমনটাই এদিন দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ১২ ফেব্রুয়ারি শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও এদিন জানিয়েদেন তিনি। আর রাজ্যপালের এই নিয়ে নিয়ে একাধিক মন্তব্য করেন ফিরহাদ হাকিম। মানুষের জন্যই তৃণমূল শাসনে এসেছে বলে সাফ জানিয়েদেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গেই তিনি বলেন, বদমাইশি করে আমরা শাসনে আসিনি।