দিলীপ ঘোষের প্রচারে বাধা ঘিরে উত্তেজনা বিধাননগরে। পুলিশের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপির কর্মী সমর্থকদের। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ।
সামনেই বিধাননগর পৌরনিগম নির্বাচন। তার আগেই বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা তুঙ্গে বিধাননগরে। আজ বিধাননগরের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই পুলিশ প্রচারে বাধা দিলে বচসায় জড়ায় পুলিশ এবং বিজেপি কর্মীরা। আজ বিধাননগর পৌরণিগমের ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিহার সরকারের প্রচারে সামিল হন দিলীপ ঘোষ। প্রমোদ গড় এলাকায় প্রচার চলাকালীন তার প্রচার আটকায় নিউটাউন থানার পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি সমর্থকদের। এছাড়া তৃণমূল কর্মীরাও দলীয় পতাকা হাতে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তোলে বলে অভিযোগ। এরপরই ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবব্রত হালদারের প্রচারে যান দিলীপ ঘোষ। সেখানেও তাকে পুলিশি বাধার মুখে পড়তে হয়। পুলিশের দাবি, করোনা বিধি উলঙ্ঘন করে প্রচার করেছিলেন দিলীপ ঘোষ। সেই কারণেই তার প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিজেপির প্রচারে পুলিশের বাধা ঘিরে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি সমর্থকরা।