কলকাতায় আবারও বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল এক কিশোরের। এবার ঘটনাটি ঘটেছে বড়বাজার থানার ১৫ নুরমল লোহিয়া লেনে। মৃত কিশোরের নাম বিশাল মন্ডল (১৭), জখম হয়েছে আরও একজন। মঙ্গলবার সন্ধায় আটতলা এই বাড়িটির বারান্দা আচমকাই ভেঙে পড়ে যায়। আর সেই বারান্দাতেই ছিল বিশাল। ফলে বারান্দার ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় সে। পরে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল এসে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করে তাকে। উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।