বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গরু নিয়ে বক্তব্যের রেশ অব্যাহত। এবার গড়িয়ার শ্রীনগরে একটি গোল্ড ঋণ প্রদানকারী সংস্থায় দুটি গরু নিয়ে হাজির হলেন কয়েকজন বেকার যুবক। কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছিলেন গরুর দুধে সোনা আছে, সেই বক্তব্যকে তুলে ধরেই এদিন গোলন্ডলোন দাবি করেন তাঁরা। দেশে ক্রমেই বাড়েছ বেকারত্ব। এই অবস্থায় বেকারত্ব দূর করতেই সাংসদের কথা শুনে তাঁরা গরু দিয়ে লোন নিতে এসেছএন বলে জানান বেকার যুবকদের দল। যদিও এবিষেয় কোনও সার্কুলার না থাকায় তাদের পক্ষে ঋণ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গরু নিয়ে বক্তব্যের রেশ অব্যাহত। এবার গড়িয়ার শ্রীনগরে একটি গোল্ড ঋণ প্রদানকারী সংস্থায় দুটি গরু নিয়ে হাজির হলেন কয়েকজন বেকার যুবক। কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছিলেন গরুর দুধে সোনা আছে, সেই বক্তব্যকে তুলে ধরেই এদিন গোলন্ডলোন দাবি করেন তাঁরা। দেশে ক্রমেই বাড়েছ বেকারত্ব। এই অবস্থায় বেকারত্ব দূর করতেই সাংসদের কথা শুনে তাঁরা গরু দিয়ে লোন নিতে এসেছএন বলে জানান বেকার যুবকদের দল। যদিও এবিষেয় কোনও সার্কুলার না থাকায় তাদের পক্ষে ঋণ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।