আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল কংগ্রেসের রঙিন নেতা মদন মিত্র। পুলের জলে নাতিকে নিয়ে সাঁতরে বেড়ালেন তিনি। নাতির সঙ্গে খোস মেজাজেই ধরা দিলেন তৃণমূল কংগ্রেসে কামারহাটির বিধায়ক। নাতির সঙ্গে মজা করতেও দেখা গেল বিধায়ক দাদুকে।
আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল কংগ্রেসের রঙিন নেতা মদন মিত্র। পুলের জলে নাতিকে নিয়ে সাঁতরে বেড়ালেন তিনি। নাতির সঙ্গে খোস মেজাজেই ধরা দিলেন তৃণমূল কংগ্রেসে কামারহাটির বিধায়ক। নাতির সঙ্গে মজা করতেও দেখা গেল বিধায়ক দাদুকে। এমনকি লাইভ চলাকালীন নাতির প্যান্ট খুলে ছুঁড়েও দিলেন তিনি। তাতে ছোট্ট নাতি অবশ্য একটু অসন্তুষ্ট। তবে দাদু-নাতির এই খেলা অনেকেই খুব পছন্দ করেছে। কারণ ইতিমধ্যেই ভিডিওটি প্রচুর লাইক পয়েছে। মদন মিত্র বলে কথা - তিনি সব পরিস্থিতিতেই মজাদার। প্রায় ৮ মিনিট ৩৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন তিনি। এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মদন মিত্র। তিনি এতটাই রঙিন যে তাঁকে নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনাও নিয়েছে টলিগঞ্জ। যাতে নাকি কোনও রকম আপত্তি করেননি তৃণমূল কংগ্রেসের বিধায়ক।