শুরু হয়েগেল ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। সোমবার থেকে শুরু হল টিকাকরণ। কলকাতার ৩৪টি পুর স্বাস্থ্যকেন্দ্রে মিলবে টিকা। বেশ কয়েকটি সরকারি স্কুলেও দেওয়া হবে টিকা।
শুরু হয়েগেল ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ (vaccination)। সোমবার থেকে শুরু হল কোর্বেভ্যাক্স টিকাকরণ কর্মসূচি। কলকাতার (Kolkata) ৩৪টি পুর স্বাস্থ্যকেন্দ্রে মিলবে টিকা। এই কথা আগেই জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। বেশ কয়েকটি সরকারি স্কুলেও দেওয়া হবে টিকা। যে স্কুল রাজি থাকবে এবং পর্যাপ্ত জায়গা থাকবে সেখানেই কলকাতা পুরসভা ভ্যাকসিন সেন্টার করবে। সেখানেও এলাকার ১২ বছরের ঊর্ধ্বে সকলেই টিকা নিতে পারবেন। আপাতত ওই সেন্টারগুলো থেকে কো-ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ থাকবে। প্রসঙ্গত, দেশে করোনা (Corona) সংক্রমণের হার অনেকটাই কমেছে। কলকাতায়ও অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। দেশে ইতিমধ্যেই অধিকাংশ মানুষেরই টিকাকরণ (vaccination) হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বুস্টার ডোজও (Buster dose) হয়ে গিয়েছে অনেকেরই। সেই সঙ্গেই পনেরো ঊর্ধ্বদেরও টিকাকরণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার শুরু হল ১২ বছরের ঊর্ধ্বদের টিকাকরণ। কো-ভ্যাকসিন এর চাহিদা এখন কেমেছে অনেকটাই আর সেই কারণেই কো-ভ্যাকসিন কেন্দ্রে শুরু হয়েছে টিকাকরণ।