হাঁসফাঁসানি গরমে নাজেহাল দশা মানুষের। গরম না কমে যেন বেড়েই চলেছে।গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
হাঁসফাঁসানি গরমে নাজেহাল দশা মানুষের। গরম না কমে যেন বেড়েই চলেছে।গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় এখন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এমনই পরিস্থিতি থাকবে বলেই জানা গিয়েছে। গরম থেকে তবে এখনই স্বস্তি নেই। এখন আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। সেইসঙ্গেই কালবৈশাখিরও সম্ভাবনা নেই কোথাও। দক্ষিণবঙ্গে প্রবল গরম হলেও উত্তরবঙ্গ মনোরম পরিবেশ রয়েছে। উত্তরবঙ্গের মালদহে অবশ্য তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আগামী বুধ এবং বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।