সরকারি পরিকল্পনা ব্যার্থ, পশ্চিমবঙ্গের কর্মহীন পরিযায়ী শ্রমিকরা কাজের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ফের পারি দিচ্ছেন ভিন রাজ্যে। অন্যসব রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং সেখানে কোনও কাজ না থাকায় সেখান থেকে শ্রমিকরা ফিরে এসেছিলেন তাদের বাড়িতে। এখানে ফেরার পরেও ছবিটা বদলায়নি উল্টে কাজ না থাকায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে এখানকার অনেক মানুষকেই। আর সেই কারণেই আবারও ভিন রাজ্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেল শ্রমিকদের। দমদম বিমানবন্দরের সামনে লম্বা লাইন আর সেই লাইনের বেশির ভাগ মানুষই শ্রমিক। এখন সবাই কজের আশায় আবারও ফিরে যাচ্ছেন।