পরিবারের একমাত্র উপার্জনকারী দাদা চলে গিয়েছেন। কিন্তু তাঁর মধ্যে দিয়েই চারজনকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করলেন ভাই। চরম শোকের মুহূর্তেও পরিবারের বাকি সদস্যদেরও বোঝালেন তিনি। এর ফলে আরও একবার অঙ্গদানের সাক্ষী থাকল শহর কলকাতা। পূর্ব মেদিনীপুরের ভাজা চাউলি এলাকার বাসিন্দা স্বপন হাজরা (৪৫) গত ৯ জানুয়ারি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। মাথায় চোট লাগে তাঁর। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপনবাবুকে প্রথমে স্থানীয় দারুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
রবিবার রাত দশটা হাসপাতালের চিকিৎসকরা জানান, স্বপনবাবুর ব্রেন ডেথ হয়েছে। এর পরেই চিকিৎসকদের পরামর্শে দাদার অঙ্গদানের সিদ্ধান্ত নেন তাঁর ভাই। স্বপনবাবুর স্ত্রী, চার মেয়ে এবং এক ছেলে রয়েছে। পরিবারের বাকি সদস্যরাও এই প্রস্তাবে সায় দেন। এর পরই দ্রুত স্বপনবাবুর শরীর থেকে তাঁর হৃদযন্ত্র, লিভার এবং দু'টি কিডনি সংগ্রহ করা হয়। জানা গিয়েছে, এসএসকেএম-এই স্বপনবাবুর হৃদযন্ত্র ও দু'টি কিডনি অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হবে। আর প্রতিস্থাপনের জন্য লিভার পাঠানো হবে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। স্বপনবাবুর ভাই শুভজিৎ বলেন, 'দাদা তো চলেই গেল। তাই ভাবলাম ওর অন্তত চারজনের মধ্যে বেঁচে থাক।'