অবশেষে মিটল ভোট, মিলল শান্তি। বিগত কয়েকমাসের ধকল, ভোট তরজার অবসান হল। লোকসভা নির্বাচন ২০১৯-এ শেষ দফায় ভোট দানের পর এমনটাই সুর শোনা গেল দেব-এর গলায়। রবিবার দুপুর ১.৩০টা নাগাত সাউথ সিটি স্কুলে ভোট দেন তিনি। ভোট দিয়ে এসেই জানান, এতদিনের সকলের পরিশ্রম আজ মিটল। মানুষ তাদের রায় ব্যলট বাক্সে দিয়ে দিয়েছেন।
তৃণমূলের অবস্থান নিয়েও এই দিন কথা বলেন তিনি। মানুষ এখনো আস্থা রাখে তৃণমূলের প্রতি। হারা জেতার প্রসঙ্গ এড়িয়ে দেব চায় দেশের জয়। জনসাধারণের রায় যাই হোক, তা যেন দেশের পক্ষে হানীকর না হয়।
লোকসভা নির্বাচনকে ঘিরে দীর্ঘ তিন মাসের ভোট যুদ্ধে সামিল ছিলেন সকলেই। নেতা মন্ত্রী থেকে সরকারী দপ্তর, সাধারণ মানুষ। রবিবারের পর খানিক স্বস্তিতে থাকবেন সকলেই। পরিবারের সঙ্গে ভোট দিয়ে বেড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থিতিতে ইঙ্গিত মেলে ভরসা রাখছেন তিনি নিজের আসনের প্রতি।