Midnapore Medical College News : 'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Midnapore Medical College) জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) । পাশাপাশি তাঁরা জানান 'সবচেয়ে বেদনাদায়ক যারা জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে তাঁদের সমাজের শত্রু হিসাবে দেখানো হচ্ছে'।