North 24 Parganas News: সোমবার হয় মালদার (Malda) রাস্তায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। সচেতনতামূলক র্যালির মাধ্যমে চলে এই কর্মসূচি। কর্মসূচিতে সামিল ছিলেন ট্রাফিক পুলিশ থেকে শুরু করে ছাত্রছাত্রী। সেফ ড্রাইভ সেভ লাইফের নানান বার্তা তুলে ধরলেন সাধারণ মানুষের কাছে।