ইউএস ওপেনের পরই হয়তো বিদায়, এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন সানিয়া মির্জা

ইউএস ওপেনের পরই হয়তো বিদায়, এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন সানিয়া মির্জা

Published : May 11, 2022, 01:48 PM IST

ইউএসওপেনের পরই সম্ভবত আন্তর্জাতিক টেনিস কোর্টকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা। এক সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়া প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে ২০২২-এর ইউএস ওপেন খেলেই নাকি অবসর ঘোষণা করবেন সানিয়া। 
 

এই মুহূর্তে সানিয়া মির্জা রোমে রয়েছেন। সেখানে ফরাসী ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইউএস ওপেন শুরু হওয়ার কথা ২৯ অগাস্ট। আর এটি ২০২২-এর শেষ গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট। সানিয়া জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে তিনি উইম্বলডনেও অংশ নেবেন। ফরাসী ওপেন শুরু হবে ২২ মে। উইম্বলডন শুরু হচ্ছে ২৬ জুন এবং শেষ হবে ১০ জুলাই। সম্প্রতি ভারতীয় টেনিস সেনসেশন ইটালিয়ান ওপেনে মহিলাদের ডাবলসে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হয়েছেন। ফলে এই মুহূর্তে সানিয়ার আত্মবিশ্বাস অনেকটাই ভালো জায়গায় রয়েছে। ২০২২-এর শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে হতাশজনক পারফরম্যান্স করেছিলেন সানিয়া। এরপরই তিনি জানিয়েছিলেন যে ২০২২-এর শেষেই টেনিসকে বিদায় জানাবেন। আন্তর্জাতিক পেশাদার টেনিস সার্কিটে সানিয়া মির্জার অভিষেক ২০০৩ সালে। মহিলাদের ডাবলসে একটা সময় ব়্যাঙ্কিং-এ এক নম্বর স্থানেও ছিলেন তিনি। সানিয়াই প্রথম কোনও ভারতীয় টেনিস প্লেয়ার যিনি ২০০৭ সালে বিশ্বের সেরা ৩০ জন টেনিস প্লেয়ারের তালিকায় স্থান করেছিলেন। এই সময় বিশ্ব ব়্যাঙ্কিং-এ ২৭ নম্বর স্থানে ছিলেন সানিয়া। একনজরে সানিয়া মির্জার কেরিয়ার- একাধিক গ্র্যান্ডস্ল্যাম প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে একাধিকবার দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন সানিয়া। ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। ওই বছরই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছিলেন। তবে সিঙ্গলসের থেকে ডাবলস খেলেই আন্তর্জাতিক টেনিস সার্কিটে সকলের সমীহ আদায় করেছিলেন সানিয়া মির্জা। হায়দরাবাদী এই তরুণীর আগে আন্তর্জাতিক টেনিসে ভারতের কোনও মহিলা বিশ্বের সমীহ আদায় করতে পারেননি। বরাবারই তাঁর লড়াকু মনোভাব এবং হার না মানার জেদ প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছে টেনিস কোর্টে। একটা সময় সানিয়া মির্জার লড়াকু টেনিসের প্রশংসা করেছিলেন খোদ সেরেনা উইলিয়ামসও। 

03:37পর পর তিনবার, দুবাইতে পাকিস্তানের বিসর্জন, কী বলছেন পাকিস্তানিরা? দেখুন
05:19দুবাইয়ের মাঠে যেন 'অপারেশন সিঁদুর!' পাকিস্তানকে উড়িয়ে এশিয়ার সেরা ভারত
03:50IND vs Ban : এশিয়া কাপের ফাইনালে ভারত, অভিষেক শর্মার সাফল্যে খুশি তাঁর মা ও দিদি
05:11Asia Cup 2025 : মহালয়ায় পাকিস্তান-বধ ভারতের, দেশজুড়ে অকাল দীপাবলি
08:09Asia Cup : দুবাইয়ের মাঠে ফেলে পাকিস্তানকে বধ করল ভারত! তুমুল উচ্ছ্বাস রাতভর
03:37RCB Fans Stampede: বিরাট কোহলিদের দেখতে এসে মর্মান্তিক ঘটনা, চিন্নাস্বামীর বাইরে হুড়োহুড়ি পদ-পিষ্ট হয়ে মৃত সাত
03:23Pro Kabaddi : প্রো কাবাডি লিগ কাঁপাতে তৈরি মেয়েরাও, তামিল দলের বড় ভরসা সুমন গুর্জার
03:36Rohit Sharma: ভক্তদের আবদার মেটালেন রোহিত, সকলকে লাইনে দাঁড় করিয়ে তুললেন সেলফি
04:01Hardik Pandya: কৃষ্ণ প্রেমে মজেছেন হার্দিক, গাইলেন হরিনাম সংকীর্তন
04:55Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফি জিতে ভারতে ফিরলেন রোহিতরা, দেখুন ভিডিও