মঙ্গলবার দীপাবলি উপলক্ষে বাঘাযতীন শ্রী কলোনি সবুদ সঙ্ঘ ক্লাবের পুজোমণ্ডপে যান ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন ও শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গল সমর্থকরা প্রিয় ক্লাবের বিভিন্ন ছবি ব্যবহার করেছেন মণ্ডপে।
মঙ্গলবার দীপাবলি উপলক্ষে বাঘাযতীন শ্রী কলোনি সবুদ সঙ্ঘ ক্লাবের পুজোমণ্ডপে যান ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন ও শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গল সমর্থকরা প্রিয় ক্লাবের বিভিন্ন ছবি ব্যবহার করেছেন মণ্ডপে। একঝলক দেখে মনে হচ্ছে যেন ইস্টবেঙ্গল ক্লাব। সেই মণ্ডপে আধঘণ্টার মতো ছিলেন লাল-হলুদ কোচ ও কর্তা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় কাউন্সিলর বসুন্ধরা গোস্বামীর আমন্ত্রণে সেখানে যান স্টিফেন ও দেবব্রত। মণ্ডপে লাল-হলুদ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবাই কলকাতা ডার্বি জয়ের আবদার জানান কোচের কাছে