এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি প্রাক্তন জাতীয় হকি দলের অধিনায়ক দিলীপ তিরকে। ভারতীয় হকি দলে অধিনায়ক হিসাবে বেশ কিছু জায়গায় লড়াকু ভূমিকা নিয়েছিলেন দিলীপ তিরকে। ভারতীয় হকি খেলোয়াড়দেরও খেলা ছাড়ার পর তৈরি করেছেন তিনি। তবে সর্বপ্রথম দিলীপ তিরকে কেরিয়ার শুরু করেছিলেন কলকাতা থেকে। জন্ম ওড়িশায় হলেও, বাংলার মাটিকে কলকাতার সাই কমপ্লেক্সে প্রথম হকির ক্যাম্প করেন তিনি। আর সেই সঙ্গে হকিতে একটি অন্যন্য নাম হয়ে ওঠেন এই তারকা। আর সেই হকি তারকার কলকাতা প্রেম ও আবেগ বেশ গভীর। কলকাতাকে ভালোবাসার পাশাপাশি তিলত্তমায় দিলীপ তিরকের রয়েছে অনেক বন্ধু। আর সেই সঙ্গে ওড়িশা নয় কলকাতার রসগোল্লাই শ্রেষ্ঠ তাঁর কাছে এমনটাই বললেন ওড়িশার প্রাক্তন হকি খেলোয়াড়। রসগোল্লা নিয়ে ওড়িশা ও বাঙালিদের মধ্যে একটা থাণ্ডা লড়াই চললেও, দিলীপ তিরকের পছন্দ কলকাতার রসগোল্লাই।
এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি প্রাক্তন জাতীয় হকি দলের অধিনায়ক দিলীপ তিরকে। ভারতীয় হকি দলে অধিনায়ক হিসাবে বেশ কিছু জায়গায় লড়াকু ভূমিকা নিয়েছিলেন দিলীপ তিরকে। ভারতীয় হকি খেলোয়াড়দেরও খেলা ছাড়ার পর তৈরি করেছেন তিনি। তবে সর্বপ্রথম দিলীপ তিরকে কেরিয়ার শুরু করেছিলেন কলকাতা থেকে। জন্ম ওড়িশায় হলেও, বাংলার মাটিকে কলকাতার সাই কমপ্লেক্সে প্রথম হকির ক্যাম্প করেন তিনি। আর সেই সঙ্গে হকিতে একটি অন্যন্য নাম হয়ে ওঠেন এই তারকা। আর সেই হকি তারকার কলকাতা প্রেম ও আবেগ বেশ গভীর। কলকাতাকে ভালোবাসার পাশাপাশি তিলত্তমায় দিলীপ তিরকের রয়েছে অনেক বন্ধু। আর সেই সঙ্গে ওড়িশা নয় কলকাতার রসগোল্লাই শ্রেষ্ঠ তাঁর কাছে এমনটাই বললেন ওড়িশার প্রাক্তন হকি খেলোয়াড়। রসগোল্লা নিয়ে ওড়িশা ও বাঙালিদের মধ্যে একটা থাণ্ডা লড়াই চললেও, দিলীপ তিরকের পছন্দ কলকাতার রসগোল্লাই।