রিও -তে রুপোর পর টোকিওতে ব্রোঞ্জ জয় সিন্ধু -র। পিভি সিন্ধুর হাত ধরে ব্রোঞ্জ এল ভারতের ঘরে। অলিম্পিক্স জয়ের জন্য বহু মানুষ উৎসাহিত করেছে তাঁকে। সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানালেন পিভি সিন্ধু। এই মেডেলই তাঁর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। মুখোমুখি সাক্ষাৎকারে জানালেন পিভি সিন্ধু। ভারতীয় প্রথম মহিলা হিসেবে জোড়া পদক সিন্ধুর। 'অতিমারির পরিস্থিতিকেই কাজে লাগিয়েছি আমি'। 'অনেক বেশি অনুশীলনের সময় পেয়েছি', জানালেন সিন্ধু। আগামী অলিম্পিক্সেও অংশগ্রহণ করছেন সিন্ধু। এখন তবে ব্রোঞ্জ জয়ের আনন্দেই মেতেছেন তিনি।
রিও - তে রুপোর পর টোকিওতে ব্রোঞ্জ জয় সিন্ধু -র। পিভি সিন্ধুর হাত ধরে ব্রোঞ্জ এল ভারতের ঘরে। অলিম্পিক্স জয়ের জন্য বহু মানুষ উৎসাহিত করেছে তাঁকে। সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানালেন পিভি সিন্ধু। এই মেডেলই তাঁর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। মুখোমুখি সাক্ষাৎকারে জানালেন পিভি সিন্ধু। ভারতীয় প্রথম মহিলা হিসেবে জোড়া পদক সিন্ধুর। 'অতিমারির পরিস্থিতিকেই কাজে লাগিয়েছি আমি'। 'অনেক বেশি অনুশীলনের সময় পেয়েছি', জানালেন সিন্ধু। আগামী অলিম্পিক্সেও অংশগ্রহণ করছেন সিন্ধু। এখন তবে ব্রোঞ্জ জয়ের আনন্দেই মেতেছেন তিনি।