অলিম্পিক্স শেষ হলেও এখনও রয়ে গিয়েছে তার রেশ। অলিম্পিক্স নিয়েই অভিজ্ঞতা শেয়ার করলেন হ্যানসলে পার্চমেন্ট। এই জামাইকান অ্যাথলিট এবার অলিম্পিক্সে সোনা জয়ী। পদক তবে তিনি নাকি জিততেনই না, জানালেন হ্যানসলে। ফাইনালের দিন অলিম্পিক্স ভিলেজে ভুল বাসে উঠে পড়েন তিনি। বুঝতে পেরে পরে সেই বাস থেকে নেমে পরেন হ্যানসলে। যেখানে তিনি নেমে পড়েন তা তাঁর গন্তব্য থেকে ছিল অনেকটা দূরে। সেই সময় তাঁর কাছে ছিল না সেখানে পৌঁছনর মত যথেষ্ট অর্থ। ঠিক সেই সময়েই তাঁকে সাহায্য করেন সেখানকারই এক স্বেচ্ছাসেবী। ট্যাক্সি ডেকে ভাড়া দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌছতে সাহায্য করেন তিনি। তাঁর এই অভিজ্ঞতার কথাই সোশ্যাল মিডিয়ার হাত ধরে তুলে ধরলেন হ্যানসেল।
অলিম্পিক্স শেষ হলেও এখনও রয়ে গিয়েছে তার রেশ। অলিম্পিক্স নিয়েই অভিজ্ঞতা শেয়ার করলেন হ্যানসলে পার্চমেন্ট। এই জামাইকান অ্যাথলিট এবার অলিম্পিক্সে সোনা জয়ী। পদক তবে তিনি নাকি জিততেনই না, জানালেন হ্যানসলে। ফাইনালের দিন অলিম্পিক্স ভিলেজে ভুল বাসে উঠে পড়েন তিনি। বুঝতে পেরে পরে সেই বাস থেকে নেমে পরেন হ্যানসলে। যেখানে তিনি নেমে পড়েন তা তাঁর গন্তব্য থেকে ছিল অনেকটা দূরে। সেই সময় তাঁর কাছে ছিল না সেখানে পৌঁছনর মত যথেষ্ট অর্থ। ঠিক সেই সময়েই তাঁকে সাহায্য করেন সেখানকারই এক স্বেচ্ছাসেবী। ট্যাক্সি ডেকে ভাড়া দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌছতে সাহায্য করেন তিনি। তাঁর এই অভিজ্ঞতার কথাই সোশ্যাল মিডিয়ার হাত ধরে তুলে ধরলেন হ্যানসেল।