মুখোমুখি যুদ্ধে কে কাকে কেমন দিয়েছেন টক্কর, আইপিএল চ্যালেঞ্জে মুম্বই বনাম কলকাতার 'হেড টু হেড'

  • আইপিএল-এ ফের মুখোমুখি কলকাতা ও মুম্বই
  • কার দিকে জয়ের পাল্লা ভারি, কার আছে কোনও রেকর্ড
  • কে এগিয়েছে পরিসংখ্যানে, কে করেছে সেরা বল
  • হেড টু হেড ক্ল্যাশে দুই দলের পরিসংখ্যান একনজরে
     

আইপিএল কলকাতা ও মুম্বই একে অপরের বিরুদ্ধে ২৫ টি ম্যাচ খেলেছে। এর মধ্যে মুম্বই জয়ী- ১৯ ম্যাচে। কলকাতা জয় পেয়েছে  ৬ ম্যাচে। শেষ ৫ ম্যাচের চ্যালেঞ্জে দেখা যাচ্ছে  ৪টি ম্যাচে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। ১ টি ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইটরাইডার্স। শেষ ৫ ম্যাচে- কত রান ও উইকেটে জয়। একটি ম্যাচে মুম্বই জয় পায় ৯ উইকেটে। দ্বিতীয় ম্যাচে কেকেআর-এর জয় ৩৪ রানে। তৃতীয় ম্যাচে মুম্বই ১০২ রানে জয় পায়।  চতুর্থ ম্যাচে মুম্বই জেতে ১৩ রানে। পঞ্চম ম্যাচে মুম্বই জয় পায় ৬ উইকেটে।  কলকাতা বনাম মুম্বই-এর শেষ মোলাকাত। ২০১৯ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। কলকাতা ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করেছিল।  
রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ৬০ বলে ৯২ রানের পার্টনারশিপ করেন। মুম্বই ৯ উইকেটে জয়ী হয়েছিল সেই ম্যাচে। মরুদেশে দুই দলের শেষ মোলাকাত। ২০১৪ সালে মরুদেশে হওয়া আইপিএল-এ সাক্ষাৎ হয়েছিল। আবু ধাবি-র শেষ জায়েদ স্টেডিয়ামেই মুখোমুখি হয়েছিল দুই দল। কলকাতা প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে মুম্বই ৭ উইকেটে ১২২ রান তুলতে সক্ষম হয়েছিল। সেই ম্যাচে ৪১ রানে মুম্বই-কে হারিয়েছিল কলকাতা। এবার নজর দেওয়া যাক দুই দলের মধ্যে সেরা কিছু পারফরম্যান্সে। সেরা পারফর্মার- ব্যাটিং। রোহিত শর্মা- ৭০৮ রান। গৌতম গম্ভীর ৩৪৯ রান। সেরা পারফর্মার- এক ইনিংসে সেরা রান। রোহিত শর্মা- অপরাজিত ১০৯ রান। মণীশ পাণ্ডে- অপরাজিত ৮১ রান। সেরা বোলিং পারফরম্যান্স। মুম্বই-এর করণ শর্মা ১৬ রানে ৪ উইকেট সংগ্রহ করেছিলেন। কেকেআর-এর সুনীল নারিনের ১৫ রানে ৪ উইকেট সংগ্রহ করার রেকর্ড রয়েছে। দলগত সর্বোচ্চ রান। মুম্বই ইন্ডিয়ান্স করেছিল ২১০ রান। এতে তারা ৬ টি উইকেট হারিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স- ২৩২ রান করেছিল ২ উইকেট হারিয়ে।

34:51রাজেশ কালরার সঙ্গে বিশেষ আলোচনায় বিশ্ব অ্যাথলেটিক্সের প্রধান সেবাস্টিয়ান কো, মুখ খুললেন ভারত, মোদী এবং তাঁর জীবনযাত্রা সম্পর্কে04:37RG Kar : তীব্র প্রতিবাদ থেকে আটক! রাতেই দু'দলের ফুটবলপ্রেমীদের ছাড়ালেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে03:30R G Kar Protest : 'আয় মমতা দেখে যা, বাঙাল ঘটির ক্ষমতা' দু'দলের সমর্থকদের প্রতিবাদে মুখরিত যাদবপুর06:02R G Kar Protest : রণক্ষেত্র যুবভারতীর সামনে! মোহন-ইস্ট ফুটবলপ্রেমীদের পিঠে পুলিশের লাঠি, দেখুন02:31Neeraj Chopra: আজ আরশাদের দিন ছিল, ঈশ্বরের হাত ছিল ওর মাথায়, তবে ফের জনগণমন বাজবে04:09কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট, দেখুন কী বললেন অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা02:10'তোমাদের জন্য ১৪০ কোটি দেশবাসী গর্বিত' বিরাট-রোহিতদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর01:47যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে01:23Sachin Tendulkar: ফের ব্যাটিং অনুশীলনে সচিন তেন্ডুলকর, নস্ট্যালজিক অনুরাগীরা01:40Sourav Ganguly: দক্ষিণ আফ্রিকায় জ্যাক কালিসের ব্যাটিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোলিং, নস্ট্যালজিক অনুরাগীরা