আজ আইপিএলে আরও দুই রুদ্ধশ্বাস ম্যাচ। প্রথম ম্যাচে মাঠে নামছে শ্রেয়স আইয়ার বনাম কায়রন পোলার্ড। প্রথম ম্যাচ শুরু হবে ৩.৩০ মিনিট থেকে। খেলা হবে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে। এবার আইপিএলে প্রথম থেকেই শ্রেয়সের দলের পারফরমেন্স ছিল দুর্দান্ত। তবে আগের তিনটি ম্যাচে হেরে গিয়ে এখন অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। ১২ টি ম্যাচের মধ্যে মোট ৭টি ম্যাচে জয়ী হয়েছে শ্রেয়সের দল দিল্লি। অন্যদিকে মুম্বই আর একটি দল যারা এবার আইপিএলে দুর্দান্ত খেলছে। ১২ টি ম্যাচের মধ্যে মোট ৮ টি ম্যাচে জয়ী হয়েছে তারা। আগের একটি ম্যাচে এই দুই দল মুখোমুখি খেলেছে। সেই ম্যাচে শ্রেয়সের দলকে হারিয়ে জয়ী হয়েছিল মুম্বই। সেই ম্যাচে ৫ উইকেটে জয়ী হয়েছিল মুম্বই। আজ তাই শ্রেয়সের দল চাইবেই নিজেদের প্রমাণ করতে। অন্যদিকে মুম্বইও আত্মবিশ্বাসী একটি দল। তাই আজ লড়াই হবে হাড্ডাহাড্ডি। আর এই হাড্ডিহাড্ডি লড়াইয়ে কে জেতে আজকের ম্যাচ, তারই অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: রাজস্থানের দলগত পারফরম্যান্সের সামনে ব্যর্থ গেইলের দুর্দান্ত ইনিংস