আজ আইপিএলে আরও এক মেগা ম্যাচ। আজ আবারও মুখোমুখি লড়বে দিল্লি বনাম ব্যাঙ্গালোর। ম্যাচ হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রথম ম্যাচের পর আরও একবার দুই দল মুখোমুখি লড়াইয়ে নামছে। সেই ম্যাচে ব্যাঙ্গালোরকে হারিয়ে জয়ী হয়েছিল ডিসি। সেই ম্যাচে ৫৯ রানে জয়ী হয়েছিল শ্রেয়সের দল। প্রথম দিকে দুর্দান্ত খেললেও এখন তেমন ভালো খেলছেনা ডিসি। আগের বেশ কয়েকটি ম্যাচে জিততে পারেনি এই দল। অন্যদিকে বিরাটের দল মোটের ওপর ভালোই খেলছে। ১৩ টি ম্যাচের মধ্যে ৭ টি ম্যাচে জয়ী হয়েছে বিরাটের দল। শ্রেয়সের দলও মোট ১৩ টি ম্যাচের মধ্যে ৭ টি ম্যাচে জয়ী হয়েছে। শ্রেয়স না বিরাট কে জেতে আজকের ম্যাচ, এখন সেটাই দেখার।