আজ আবারও মুখোমুখি লড়াইয়ে নামছে পঞ্জাব বনাম রাজস্থান। আজ খেলা হবে শেখ জায়েদ ক্রিকেট স্টডিয়ামে। ১২ টি ম্যাচের মধ্যে মোট ৬ টি ম্যাচে জয়ী হয়েছে পঞ্জাব। অন্যদিকে, ১২ টির মধ্যে ৫ টি ম্যাচে জয়ী হয়েছে রাজস্থান। এখন দুই দলই প্রায় সমানে সমানে। আগে একটি ম্যাচের পর আবারও দুই দল লড়াইয়ে নামছে। সেই ম্যাচে পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল রাজস্থান। ৪ উইকেটে পঞ্জাবের হার হয়েছিল। এই ম্যাচে তাই রাজস্থানকে হারাতে চাইবেই পঞ্জাব। অন্যদিকে রাজস্থানও চাইবে নিজেদের প্রমাণ করতে। প্লে-অফে পৌঁছাতে হলে পঞ্জাবকে এখন মোট দুটি ম্যাচে জিততে হবে। তাই আজ মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি। কেএল রাহুল না স্মিথ কে জেতে আজকের ম্যাচ, এখন সেটাই দেখার।