আইপিএল -এর প্রথম ম্যাচে ধোনির দলের বিরুদ্ধে হার মানতে হয়েছিল বুমরাকে। এবার তবে একে বারে প্রস্তুত হয়ে মাঠে নামছে ভারতের সেরা 'ডেথ বোলার'। মুম্বই ইন্ডিয়ান্সের বিপরীতে আজ থাকছে কলকাতা নাইট রাইডার্স। নাইট রাইডার্সও তবে কোনও অংশে কম যায় না, এবারে তারাও গুছিয়ে নামছে মাঠে। তবে এর আগে তিন বার জয়ের মুকুট উঠেছে এমআই -এর মাথায় তাই কিছুটা হলেও বেশি আত্মবিশ্বাসী তারা। কেকেআর -এর ওপেনার হিসেবে আজ মাঠে নামছে সুনীল নারিন। তবে কেকেআর থেকে ঝড় তুলতেই পাড়েন ক্যাপটেন কার্তিক, সেই সঙ্গে আগেই বড় শট নিতে প্রস্তুত নীতিশ রানাও। পাওয়ার প্লে রাউন্ডে তার ব্যাটের ঝড় তোলা দেখতে অপেক্ষায় আছে এখন সকলেই। যা আগেও বহুবার হয়েছে। অন্যদিকে এমআই -এর ওপেনিং -এ থাকছে ক্যাপটেন রোহিত শর্মা। সেখানে রোহিত ও কুইন্টন জুটি যদি দাঁড়িয়ে যায় তাহলে কেকেআর তাদের আর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। এখন খেলা শুরু হওয়ার আগে অন্তিম অপেক্ষা।