আইএসএল -এর দ্বিতীয় ডার্বিতেও জয় মোহনবাগানের। ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে এগিয়ে গেল সবুজ-মেরুণ দল। তাতেই এখন উচ্ছসিত মোহনবাগান প্রেমীরা। শুক্রবার নদিয়ার দিকে দিকে বসেছিল স্ক্রিন। তার সামনেই ভিড় জমেছিল ফুটবল প্রেমীদের। ৩-১ গোলে ম্যাচ হারতে হয় ইস্টবেঙ্গলকে । অন্যদিকে দুর্দান্ত জয় হয় মোহনবাগানের। তারপরেই উচ্ছাসে বাজি ফাটানো শুরু হয়। আগামী ম্যাচ নিয়ে এখন আশারত সকলেই। এই ভাবেই খেলা চালিয়ে গেলে তাদের জয় নিশ্চিত। এমনটাই মনে করছেন মোহনবাগান সাপোর্টারসরা।