বর্তমান এই করোনা পরিস্থিতির কারণে এবছরের জন্য বন্ধ হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই একই কারণে আইপিএল এবার ভারতে হওয়া সম্ভব হচ্ছেনা। স্থগিত হচ্ছেনা ঠিকই তবে পরিবর্তন হচ্ছে আইপিএল ভেন্যুর।
এবার আইপিএল -এর ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে আরব আমিরশাহী। ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট তিনটি শহরে হবে আই পি এল। সেই লিস্টে আছে শারজাহ, আবু ধাবি এবং দুবাই।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম (আবু ধাবি)- এই স্টেডিয়ামটি আরব আমিরশাহির বিখ্যাত স্টেডিয়াম গুলির মধ্যে একটি। ২০,০০০ দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি ২০০৪ সালে তৈরি হয়। এই মাঠে এর আগে টেস্ট ম্যাচ খেলা হয়েছে। ভারতের মাঠগুলির তুলনায় এই মাঠেটি অনেকটাই বড়।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম- আরব আমিরশাহির সবথেকে বড় এবং আকর্ষণীয় স্টেডিয়াম হল দুবাইয়ের এই স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামটির দর্শক আসন সংখ্যা প্রায় ২৫,০০০ এর কাছাকাছি। স্টেডিয়ামটি বড় হলেও এর ক্রিকেট মাঠের দৈর্ঘ্য শেখ জায়েদের চেয়ে সামান্য কিছুটা ছোট।
শারজা ক্রিকেট স্টেডিয়াম- এই স্টেডিয়ামটির প্রতি ভারতীয় ক্রিকেটভক্তদের একটা দুর্বলতা আছে বলাই যা। এই মাঠেই ১৯৯৮ এ সচিন টেন্ডুলকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন মরুঝড় ইনিংস। যদিও তিনটি স্টেডিয়ামের মধ্যে এটিই সবথেকে ছোট। মাত্র ১৭,০০০ দর্শক ধারণক্ষমতা রয়েছে এই দলের।