স্পোর্টস টুডে মানেই খেলার দুনিয়ার টুকরো খবর। এই বিশেষ ভিডিও নিউজ প্রতিবেদনে যেমন থাকে ক্রিকেটের খবর তেমনি থাকে ফুটবল থেকে টেনিস-সহ অন্যান্য সব খেলার খবর। বলতে গেলে স্পোর্টস দুনিয়ার রাউন্ড-আপ স্পোর্টস টুডে। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠে গিয়েছে ইংল্যান্ড। রবিবার লর্ডসে হওয়া ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই প্রথম এমন একটি বিশ্বকাপ ফাইনাল হচ্ছে যেখানে দুটি দল একবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি। এদিকে, জেসন রয়ের ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। কারণ রয় তাঁর আউট হওয়া নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়েছিলেন। ভারতীয় ক্রিকেট দলের বিশ্রি হারে মোটেও খুশি নয় বিসিসিআই।