পর পর তিনবার ভিসা বাতিলের পর অবশেষে স্বপ্নপূরণ বাংলার মেয়ের, জয় করলেন জেব্রাল্টার প্রণালী
পেশায় আয়কর কর্মী তাহরিনা ইংলিশ চ্যানেল পার করেছেন আগেই। এবার লক্ষ্য ছিল স্পেনের জিব্রাল্টার প্রণালি। তবে বাধ সাধল সেই ভিসা। অবশেষে সব বাধা বিপত্তি কাটিয়ে মাছের চোখে তির বিধলেন উলুবেরিয়ার তাহরিনা নাসরিন। জিব্রাল্টের প্রণালি পার করলেন উলুবেরিয়ার নিমদিঘির মেয়ে।