আইপিএল-এর ৩ ম্যাচের ৩ রুদ্ধশ্বাস লড়াই, যা বলছে ২০-২০ মানেই কড়া টক্কর

  • আইপিএল মূলত পরিচিত তার গতি এবং গ্ল্যামারের জন্য
  • এবার দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা হচ্ছে আইপিএল 
  • এর জন্য অবশ্য আইপিএল-এর মেজাজ কমে যায়নি
  • উল্টে শুরু থেকেই দেখা মিলেছে বেশকিছু রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দিতার

২১ সেপ্টেম্বর পর্যন্ত আইপিএল ২০২০-তে মোট তিনটি ম্যাচ খেলা হয়েছে। আর তিন ম্যাচেই বেশ কিছু উপভোগ্য এবং রুদ্ধশ্বাস মুহূর্ত তৈরি হয়েছে যা ক্রিকেটপ্রেমিদের মন ভরিয়ে দিয়েছে। প্রথম ম্যাচ- সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স, উপভোগ্য মুহূর্ত- মুম্বই দলের সৌরভ তিওয়ারির ব্যাটিং, প্রত্যাঘাত- সিএসকে-র আম্বাতি রায়ডু ও ডুপ্লেসি-র। দ্বিতীয় ম্যাচ- দিল্লি ক্যাপিট্যালস বনাম কিংস ইলেভন পঞ্জাব, উপভোগ্য মুহূর্ত- দিল্লির স্টোয়িনস-এর অসাধারণ ব্যাটিং, প্রত্যাঘ্যাত- পঞ্জাবের ময়াঙ্ক আগরওয়ালের দুর্ধর্ষ ব্যাটিং, পাল্টা নায়ক- দিল্লি-র সেই স্টোয়িনস এবং ম্যাচ সুপার ওভারে। তৃতীয় ম্যাচ- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ,
উপভোগ্য মুহূর্ত- আরসিবি-র পাড়িকল এবং ডি ভিলিয়াার্সের ব্যাটিং, প্রত্যাঘাত- হায়দরাবাদের বেয়ারস্টোর ব্যাটিং। 
আইপিএল মূলত পরিচিত তার গতি এবং গ্ল্যামারের জন্য। এবার দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা হচ্ছে আইপিএল। শুধুমাত্র কিছু ভিআইপি-কে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে স্টেডিয়ামে ঢোকানো হলেও সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এবারের আইপিএল-এ। ফেল টিভির পর্দায় দেখতে হচ্ছে খেলা। আসলে আইপিএল-এর ২০-২০ ওভারের খেলার এটাই মজা। কখন কোথায় কার হাতে জয়ের চাবিকাঠি থাকবে কেউ জানে না। আর তার জন্যই প্রত্যেকে নিজের সেরাটা নিংরে দিতে মরিয়া লড়াই চালায়। এই লড়াইয়ের সংঘর্ষটাই আইপিএল-র মজাকে বাড়িয়ে নিয়ে গিয়েছে। আগামী একমাসে লড়াই-এর এই সংঘর্ষ ক্রিকেটপ্রেমিদের যে বুঁদ করে রাখবে তাতে কোনও সন্দেহ নেই।

34:51রাজেশ কালরার সঙ্গে বিশেষ আলোচনায় বিশ্ব অ্যাথলেটিক্সের প্রধান সেবাস্টিয়ান কো, মুখ খুললেন ভারত, মোদী এবং তাঁর জীবনযাত্রা সম্পর্কে04:37RG Kar : তীব্র প্রতিবাদ থেকে আটক! রাতেই দু'দলের ফুটবলপ্রেমীদের ছাড়ালেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে03:30R G Kar Protest : 'আয় মমতা দেখে যা, বাঙাল ঘটির ক্ষমতা' দু'দলের সমর্থকদের প্রতিবাদে মুখরিত যাদবপুর06:02R G Kar Protest : রণক্ষেত্র যুবভারতীর সামনে! মোহন-ইস্ট ফুটবলপ্রেমীদের পিঠে পুলিশের লাঠি, দেখুন02:31Neeraj Chopra: আজ আরশাদের দিন ছিল, ঈশ্বরের হাত ছিল ওর মাথায়, তবে ফের জনগণমন বাজবে04:09কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট, দেখুন কী বললেন অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা02:10'তোমাদের জন্য ১৪০ কোটি দেশবাসী গর্বিত' বিরাট-রোহিতদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর01:47যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে01:23Sachin Tendulkar: ফের ব্যাটিং অনুশীলনে সচিন তেন্ডুলকর, নস্ট্যালজিক অনুরাগীরা01:40Sourav Ganguly: দক্ষিণ আফ্রিকায় জ্যাক কালিসের ব্যাটিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোলিং, নস্ট্যালজিক অনুরাগীরা