আজ আইপিএলে মুখোমুখি লড়বে কেএল রাহুলের পঞ্জাব বনাম শ্রেয়স আইয়ারের দিল্লি। খেলা হবে দুবাই ইন্টার ন্যাশানাল স্টেডিয়ামে। এবার একের পর এক ম্যাচে দুর্দান্ত খেলছে শ্রেয়স আইয়ারের দল। এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচে হার হয়েছে তাদের। তাই এখন অনেকটাই অত্মবিশ্বাসী তারা। অন্যদিকে এবার তেমন ভালো খেলছেনা পঞ্জাব। তবে আগের দুটি ম্যাচে বেশ ভালোই খেলেছে এই দল। মুম্বইয়ের মত শক্তিশালী দলকে হারিয়ে জয়ী হয়েছিল এই দল। তাই এখন অনেকটাই আত্মবিশ্বাসী এই দল। এই ম্যাচে জেতার লড়াই হবে হাড্ডাহাড্ডি। আগের একটি ম্যাচে শ্রেয়সের দলের কাছে হারতে হয়েছিল এই দল। এই ম্যাচে তাই পঞ্জাব চাইবেই জিততে। এখন এটাই দেখার কে জেতে আজকের ম্যাচ।