আজ আইপিএলে মুখোমুখি লড়াইয়ে আবারও মাঠে নামছে চেন্নাই বনাম মুম্বই। আজ খেলা হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রথম ম্যাচে এই দুই দল মুখোমুখি লড়াইয়ে নেমেছিল। সেই ম্যাচে হার হয় রোহিতের দলের। সেই ম্যাচে ৫ উইকেটে হরে যায় রোহিতের দল। তার পর থেকে অবশ্য রোহিতের দল মুম্বইয়ের পারফরমেন্স ছিল দুর্দান্ত। অন্যদিকে ধোনির দলকে সবাই শক্তিশালী দল বলেই জানে। তবে এবার এই দলের পারফরমেন্স তেমন ভালো নয়। একের পর এক ম্যাচে হার হচ্ছে ধোনির দলের। তাই আত্মবিশ্বাসী দল মুম্বইয়ের এই ম্যাচে জেতার সম্ভবনা থেকেই যাচ্ছে। এখন সবা ক্রিকেটপ্রমীরাই অপেক্ষা করে আছে এই দলে কে জেতে সেটা জানার জন্য।