আজ আইপিএলে কলকাতার মুখোমুখি রাজস্থান। খেলা হবে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে। আগে দুটো ম্যাচে জয়ী হয়ে এখন অনেকটাই আত্মবিশ্বাসী স্টিভ স্মিথের দল রাজস্থান। প্রথম ম্যাচে চেন্নাইকে হারিয়ে ১৬ রানে জয়ী হয়েছিল তারা। পঞ্জাবের সঙ্গে দ্বিতীয় ম্যাচেও পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল স্টিভ স্মিথের দল। তবে কলকাতা নাইট রাইডার্সও যে কোনও অংশে কম যায়না তা তারা প্রমাণ করেছে তাদের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে গিয়েছিল তাঁরা। সেই ম্যাচে ৪৯ রানে হার হয়েছিল তাদের। তবে দ্বিতীয় ম্যাচে কলকাতাবাসীর মুখে হাসি ফুটিয়ে জয়ী হয়েছিল তারাই। হায়দরাবাদকে হারিয়ে ৭ উইকেটে জয়ী হয়েছিল তারাই। অন্যদিকে রাজস্থান একটি যথেষ্ট শক্তিশালী দল। আর তাদের বিরুদ্ধেই মাঠে আজ কেকেআর। শক্তিশালী দলকে টেক্কা দিতে প্রস্তুতি নিয়েই যে আজ মাঠে নামবে কলকাতা তা আশা করাই যায়। তবে প্রস্তুতি কতটা সেটা বোঝা যাবে আজকের ম্যাচেই।