আজ আইপিএলে মুখোমুখি লড়াইয়ে নামছে ওয়ার্নার বনাম শ্রেয়স। খেলা হবে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে। এবার শ্রেয়সের দলের পারফরমেন্স বেশ ভালো। তবে আগের দুই ম্যাচে তাদের পারফরমেন্স ভালো ছিল না। দ্বিতীবার আবারও দুই দল মাঠে নামছে। আগের ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল শ্রেয়সের দল। তাই এই ম্যাচে ডিসি চাইবেই জিততে। অন্যদিকে হায়দরাবাদের পারফরমেন্স এবার তেমন ভালো নয়। ১১ টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয়ী হয়েছে এই দল। তাই এই ম্যাচে হায়দরাবাদ চাইবেই নিজেদের প্রমাণ করতে। এখন এটাই দেখার কোন দল যেতে আজকের লড়াই।