আজ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি লড়বে রাজস্থান বনাম ব্যাঙ্গালোর। খেলা হবে দুবাই ইন্টার ন্যাশানাল স্টেডিয়ামে। আজ প্রথম ম্যাচ শুরু হবে ৩.৩০ মিনিটে। আগে মাত্র তিনটি ম্যাচে জয়ী হয়েছে স্টিভ স্মিথের দল। অন্যদিকে বিরাটের দল আগে মোট পাঁচটি ম্যাচে জয়ী হয়েছে। আগে একটি ম্যাচে রাজস্থানকে হারিয়ে জয়ী হয়েছিল ব্যাঙ্গালোর। সেই ম্যাচে ৮ উইকেটে জয়ী হয় বিরাটের দল। তাই এখন অনেকটাই আত্মবিশ্বাসী তারা। আরও একবার তাদের এই ম্যাচ জেতার আশা থেকেই যাচ্ছে। তবে নিজেদের প্রমাণ করতে চাইবেই রাজস্থান। এখন এটাই দেখার কোন দল জেতে আজকের লড়াই।