আজ আইপিএলে দ্বিতীয় ম্যাচে থাকছে ধোনি বনাম বিরাট। খেলা হবে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়াম। খেলা শুরু হবে ৭.৩০ মিনিট থেকে। ব্যাঙ্গালোর আগে মোট তিনটে ম্যাচে জয়ী হয়েছে। প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু তাদের। সেই ম্যাচে পঞ্জাবকে হারিয়ে ১০ রানে জয়ী হয়েছিল তারা। তার পরে পর পর দুটি ম্যাচের একটিতে মুম্বইকে হারায় ও অন্যটিতে রাজস্থানকে হারিয়ে জয়ী হয়েছিল তারা। অন্যদিকে ধোনির দলকে সবাই শক্তিশালী দল বলেই জানে। তবে এবার এখনও তেমন ভালো পারফরমেন্স দিতে পারেনি ধোনির দল। আগে দুটি ম্যাচে জয়ী হয়েছে তারা। প্রথম ম্যাচে মুম্বইকে হারিয়ে ৫ উইকেটে জয় হয়েছিল তাদের। আর একটি ম্যাচে পঞ্জাবকে হারিয়ে ১০ উইকেটে জয়ী হয়েছিল তারা। তাই দুই দলই এখন প্রায় সমানে সমানে। তবে বিরাটের দল কিছুটা হলেও এগিয়ে আছে। তাই আরও একবার তাদের জেতার আশা থেকেই যাচ্ছে। ধোনির দলও কম যায়না। তাই তারাও চাইবে আরও একবার জিততে। আজকের এই রুদ্ধশ্বাস লড়াই দেখতে এখন অপেক্ষারত ক্রিকেট প্রেমিরা। আর এই ম্যাচই প্রমাণ করবে ধোনি না বিরাট কে আজকের ম্যাচ জিতে এগিয়ে যাবে আরও এক ধাপ।