১২ বছর পর ঘরছাড়া গ্রামবাসীরা ঘরে ফিরছেন শাসনে। বাম আমলে প্রায় ১৫০ টি পরিবার ঘরছাড়া হন। শাসন থানার সরদার হাটি, শাসন, নওদা খামারপাড়া এবং পাকদহ গ্রাম থেকে তারা পালিয়ে গিয়েছিলেন। এদের মধ্যেই শুক্রবার বিকেলে ৬৫ টি পরিবার ঘরে ফিরেছেন নির্বাচন কমিশনের নির্দেশে। মূলত সিপিএম করার অপরাধে গ্রাম ছাড়তে হয় এই গ্রামবাসীদের। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের পর ৬৫ টি পরিবার রাতারাতি ভিটেমাটি ছেড়ে প্রাণ নিয়ে পালিয়ে যায় অন্যত্র। এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর শাসন থানা এলাকার আরো 85 টি পরিবার ঘর ছাড়া হয় বলে জানা যায়। বারাসাতের দেগঙ্গা বিধান নগর, দক্ষিণ কলকাতা বিভিন্ন অঞ্চলে কোথাও ঘর ভাড়া করে কোথাও বা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন এই ঘরছাড়া বাম কর্মীরা। অবশেষে তারাই এবার বাড়ি ফিরলেন।