বুথ লেভেল অফিসারকে মারধরের অভিযোগ। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ষষ্ঠ দফা নির্বাচনে ঘটে এই ঘটনা। গুরুতর আহত অবস্থায় বুথ ছাড়েন তিনি। এলাকার একটি বাড়িতে তিনি আশ্রয় নেন। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তিনি জানিয়েছেন, যারা স্লিপ পায়নি তাদের তিনি স্লিপ দিতে যাচ্ছিলেন। বুথে ঢোকার মুখেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁকে আটকায় বলে অভিযোগ। এর পরেই তাঁর উপর চড়াও হয় কেন্দ্রীয় বাহিনী। তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা গিয়েই তাঁকে বাঁচায়।