ভোটের আমেজে অশান্তির রেশ যেন কাটতেই চাইছে না। এবার খাস কলকাতার বুকে আক্রান্ত বিজেপি প্রার্থী। বিজেপির উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় মক পোলিং চলার সময় সেখানে যান মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেখানে তাঁর উপর চড়াও হয় প্রায় ৫০ জন তৃণমূল কর্মী, এমনটাই দাবি কল্যাণ চৌবের। তাঁর গায়েও হাত তোলা হয় এবং অশ্লীল ভাষায় তাঁকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনায় আক্রান্ত হন কৌল্যাণ চৌবে।