নির্বাচন মিটলেও বহাল থাকল অশান্তির পরিবেশ। এমনই ছবি দেখা গেল বিধাননগরের দত্তাবাদ এলাকা। পঞ্চম দফা নির্বাচনে সেখানে ভোট মিটলেও থামল না অশান্তি। শনিবার রাতে সেখানে বিজেপি পার্টি অফিসের সামনে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। লাবনী আইল্যান্ড -এর কাছে বিজেপি পার্টি অফিসের সামনে গুলি চালানোর অভিযোগ। তাদেরকে ধাওয়া করতেই পালানোর সময় পুকুরে পরে যায় দুষ্কৃতীদের বাইক। বাইক ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। রাস্তায় নেমে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।