দিন কয়েক আগেও জোর তরজা চলছিল দু’জনের মধ্যে। পরস্পরকে কটাক্ষ করে তির্যক মন্তব্যও করেছিলেন তাঁরা। তবে শুক্রবার সকালে অন্য ছবি দেখা গেল। দুর্ঘটনায় আহত তৃণমূলনেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ফুলের তোড়া হাতে বাঁকুড়ার সার্কিট হাউসে হাজির হলেন বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা।
শুক্রবার ফুলের তোড়া নিয়ে সায়ন্তিকার (TMC Sayantika Banerjee) সঙ্গে দেখা করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। এর আগে মঙ্গলবার তৃণমূলের (TMC) মিছিল থেকে এই বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই চোর স্লোগান দেন সায়ন্তিকা। তার ২ দিনের মধ্যে যুযুধান দুই রাজনৈতিক দলের নেতা-নেত্রীর সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। দু-জনেই এটিকে সৌজন্য বিনিময় বলে দাবি করেছেন। অনেকেই কথা বলতে আসছেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল জেলা নেতৃত্বের। দিবাস্বপ্ন দেখছে শাসকদল। প্রতিক্রিয়া বিজেপির (BJP)। বিজেপি বিধায়ককে ‘চোর’ তকমা দিয়ে স্লোগানে আওয়াজ তুলেছিল তৃণমূল (TMC) । মঙ্গলবার বিকেলে এমন ঘটনার সাক্ষী হয়েছিল বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৬ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের কানকাটা এলাকায় বিকেল সাড়ে ৪টে থেকে জনসংযোগ যাত্রার ডাক দেয় তৃণমূল। নেতৃত্বে ছিলেন শাসকদলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।