বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। হরিণঘাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আক্রান্ত এক বিজেপি নেতাকে নিয়ে চলে বিক্ষোভ। সেই সঙ্গেই পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। আইসি -র অপসারণেরও দাবি জানান তাঁরা। দুষ্কৃতীরা শাস্তি না পাওয়া পর্যন্ত চলবে বিক্ষোভ, এমনটাই সাফ জানিয়েদেন তারা।