দিন ঠিক না হলেও ভোটের প্রস্তুতি তুঙ্গে, এবার শুরু হল ভোটের প্রশিক্ষণও

  • ভোটের আগে এখন দিন গুনছে সকলেই
  • ভোটের দিন এখনও ঠিক হয়নি
  • ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের প্রস্তুতি
  • শুরু হল বুথ কর্মীদের ভোটের প্রশিক্ষণও

ভোটের আগে এখন দিন গুনছে সকলেই। ভোটের দিন এখনও ঠিক হয়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের প্রস্তুতি। শুরু হয়েছে বুথ কর্মীদের ভোটের প্রশিক্ষণও। মালদহের চাঁচলে চলে প্রশিক্ষণ। চাঁচল মহাকুমার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন হয়। সেই তালিকায় রয়েছে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন, চাঁচল রানি দাক্ষায়ণী গার্লস হাই স্কুল, চাচল কলেজ ও সামসি কলেজ। রবিবার সেখানে চলে এই প্রশিক্ষণ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কিভাবে ভোট করতে হবে তা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই দিন। চাঁচল মহাকুমার চারটি প্রশিক্ষণ কেন্দ্র পর্যবেক্ষণ করেন চাঁচল মহকুমাশাসক সঞ্জয় পাল, চাঁচল ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য সহ প্রশাসনের আধিকারিকেরা। সরকারি কর্মী ও স্কুল শিক্ষকেরা ছিলেন সেখানে। এই সমস্ত কর্মীদের করোনা টিকা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। ২৪, ২৫এবং ২৬ তারিখে তাঁদের টিকাকরণ হবে। করোনা বিধি মেনেই হবে এবারের নির্বাচন। সব মিলিয়ে ভোটের প্রস্তুতি এখন তুঙ্গে।
 

03:07'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের08:06'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের06:50জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা06:15Suvendu Adhikari : মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : শুভেন্দু05:26'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে' বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর01:49Rachna Banerjee : 'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার03:14নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা শওকত মোল্লার, পাল্টা বড় পদক্ষেপ নিলেন নওশাদ09:17Suvendu Adhikari : মমতা হারবে, ডিএ ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু04:01Jhargram Tiger News : এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, বাঘিনী যমুনাকে বাগে আনতে মরিয়া বনদপ্তর04:31'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে' আশাবাদী রচনা বন্দ্যোপাধ্যায়